You have reached your daily news limit

Please log in to continue


মাস্কের মন্তব্য ঘিরে চীন-তাইওয়ানের মিশ্র প্রতিক্রিয়া

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কের মন্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন ও তাইওয়ান। সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, তাইওয়ানের আংশিক নিয়ন্ত্রণ বেইজিংয়ের কাছে হস্তান্তর করে সমস্যার সমাধান করা যেতে পারে। তাইওয়ানকে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বানানো উচিত বলে মনে করেন তিনি।

মাস্কের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে তাইওয়ান বলেছে, তাদের গণতন্ত্র ও স্বাধীনতা বিক্রির জন্য নয়। ওয়াশিংটনে তাইওয়ানের রাষ্ট্রদূত সিয়াও বি-খিম এক টুইটে বলেন, ‘আমরা অনেক পণ্য বিক্রি করি। কিন্তু গণতন্ত্র ও স্বাধীনতা বিক্রি করি না।’

সিয়াও বি-খিম আরও বলেন, ‘আমাদের ভবিষ্যতের জন্য যে কোনো প্রস্তাব এমনভাবে দিতে হবে যেন তা অবশ্যই শান্তিপূর্ণ, জবরদস্তি মুক্ত এবং তাইওয়ানের জনগণের গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাশীল হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন