You have reached your daily news limit

Please log in to continue


এতো পরে ব্যাটিংয়ে নামার কারণ জানালেন সাকিব

সবশেষ এশিয়া কাপসহ গত দুই বছর ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মিত তিন নম্বরে ব্যাটিং করেছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ তিনি নেমেছেন সাত নম্বরে।

সাকিবের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগেই জানানো হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে খেলানো হবে চার নম্বরে। আর নিয়মিত ওপেনার লিটন দাসকে খেলানো হচ্ছে তিন নম্বরে।

ফলে স্বাভাবিকভাবেই পাঁচ নম্বরের আগে সাকিবের নামার সম্ভাবনা কমে গিয়েছিল। কিন্তু কিউদের বিপক্ষে তিন উইকেট পড়ে যাওয়ার পরেও দেখা নেই সাকিব। এমনকি চতুর্থ উইকেট পতনের পরেও নামেননি তিনি। ১৪তম ওভারে পঞ্চম উইকেট পড়ার পর সাত নম্বরে গিয়ে নামেন সাকিব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বারের মতো সাত নম্বরে নামলেন তিনি। এর আগে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে দুই ম্যাচে এতো পরে ব্যাটিংয়ে নেমেছিলেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে প্রায় চার বছর পর সাত নম্বরে নামার কারণ জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন