অনেক সময় চোখ লাল হলেই আমরা চোখ উঠেছে বলে ধরে নিই। কিন্তু চোখ লাল হওয়া রোগটির একটি উপসর্গ মাত্র। চোখের বাইরের দিকের আবরণ কনজাংকটিভার (কর্নিয়ার পাতলা স্বচ্ছ আচ্ছাদন) প্রদাহকে সাধারণভাবে ‘চোখ ওঠা’ বলা হয়। কনজাংকটিভাইটিস মূলত ছোটদের মধ্যেই বেশি দেখা যায়। আর তাদের থেকে এই রোগ অন্যদের চোখে ছড়ায়। ইদানীং শিশুদের চোখ ওঠা রোগ ব্যাপক হারে দেখা যাচ্ছে। চলুন জেনে নিই বিস্তারিত—
উপসর্গ
সংক্রমিত চোখের সাদা অংশটি গোলাপি বা লালচে হয়ে ওঠে।
চোখ দিয়ে পানি পড়ে।
চোখ জ্বলে ও চুলকায়।
চোখে অতিরিক্ত পিঁচুটি আসে।
চোখের পাতা ও কনজাংকটিভা ফুলে ওঠে।
চোখে দেখতে অসুবিধা হয়।