ডোপ-বিরোধী মামলায় অপরাধী প্রমাণিত হয়েছেন উইন্ডিজ ক্রিকেটার জন ক্যাম্পবেল। শাস্তি হিসেবে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। জ্যামাইকার স্থানীয় ডোপিং-বিরোধী কমিশন তাকে এই শাস্তি দিয়েছে। শুরুতে ডোপিং পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ক্যাম্পবেল।
গত এপ্রিলে নিজ শহর কিংস্টনে তার এই পরীক্ষা করানোর কথা ছিল। পরীক্ষায় ব্যবহৃত রক্তের নমুনা দেওয়ার জন্য এই ক্রিকেটারকে একটা সময় বেধে দেওয়া হয়েছিল। তবে সেই দিনে রক্ত দিতে যাননি তিনি। এ কারণে ক্যাম্পবেলের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে জ্যামাইকার অ্যান্টি-ডোপিং কমিশন (জ্যাডকো)। তার এই অস্বীকৃতির বিষয়ে তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছিল কমিশনটি।