মেসি-রোনালদো নয়, সবচেয়ে বেশি আয় এমবাপের

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১২:১০

সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকার শীর্ষস্থান দখল নিয়ে ইঁদুর দৌড়ে ছিলেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। দুই মহাতারকার মধ্যে গত আট বছর ধরে চলে আসা লড়াইয়ে এবার পড়ল ছেদ। তাদেরকে টপকে প্রথমবারের মতো চূড়ায় উঠে গেলেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।


শুক্রবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস সাময়িকী ২০২২-২৩ মৌসুমে সবচেয়ে বেশি আয় করতে যাওয়া ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে সবার উপরে অবস্থান করছেন ২৩ বছর বয়সী এমবাপে। নয় বছরের মধ্যে প্রথমবারের মতো মেসি ও রোনালদোকে কেউ ছাড়িয়ে গেলেন। এমনটা শেষবার দেখা গিয়েছিল ২০১৩ সালে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম সেবার ছিলেন শীর্ষে।


ফোর্বসের হিসাব অনুসারে, এমবাপে আয় করতে যাচ্ছেন ১২৮ মিলিয়ন বা ১২ কোটি ৮০ লাখ ডলার। এক লাফে সবচেয়ে তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি। গত বছরের মতো এবারও দুইয়ে আছেন এমবাপের ক্লাব সতীর্থ মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সম্ভাব্য আয় ১২০ মিলিয়ন বা ১২ কোটি ডলার। শীর্ষ থেকে তিনে নেমে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তিনি আয় করতে পারেন ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার।


তালিকার শীর্ষ পাঁচে আছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। চারে থাকা নেইমার আয় করতে যাচ্ছেন ৮৭ মিলিয়ন বা ৮ কোটি ৭০ লাখ ডলার। সালাহ ৫৩ মিলিয়ন বা ৫ কোটি ৩০ লাখ ডলার আয়ের সম্ভাবনা নিয়ে রয়েছেন পাঁচে।


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us