রাজশাহীর সিটির হাট ও বায়া এলাকার মাঝামাঝি ৬,০০০ একর জমিতে 'উত্তরায়ণ আমানা সিটি' নামক একটি উচ্চাভিলাষী আবাসন প্রকল্প করা হবে- এমন বিজ্ঞাপন দিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদন ছাড়াই লোভনীয় অফার দিয়ে প্লট বিক্রি করছে আমানা গ্রুপ।
কোম্পানিটি ইতোমধ্যেই প্রকল্পের ছয়টি সেক্টরের একটিতে প্রায় ৩০০ প্লট বিক্রি করেছে।
আরডিএ-এর নগর পরিকল্পনাবিদ আজমেরী আশরাফি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, উত্তরায়ণ আমনা সিটির অনুমোদনের জন্য আরডিএ-তে কোনো আবেদন করা হয়নি।