অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়লেন বাংলাদেশের তৃষ্ণা

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১৬:৩৩

৬ষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বল। বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা তিনটা বলই ফেললেন এক জায়গায়। লেন্থ থেকে ভেতরে ঢোকা বল মিস করলেন ব্যাটাররা। তিন বলেই কাবু তিন ব্যাটার। অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তৃষ্ণা।


৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মালয়েশিয়ার অধিনায়ক উইনফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করে উইকেট নেওয়া শুরু তৃষ্ণার। পরের বলে একইভাবে তিনি ছাঁটেন মাস ইলিয়াকে।  মাস লাইন মিস করে হন এলবিডব্লিউ। হ্যাটট্রিক বলটাও একই জায়গায় রাখেন তৃষ্ণা। ব্যাটার মাহিরাহ ইসমাইলও খুঁজে পাননি উত্তর। তার স্টাম্প উড়ে যায়। হ্যাটট্রিকের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোন বোলারের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৮ সালে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের এশিয়া কাপে বাংলাদেশ করে ১২৯ রান। জবাবে তৃষ্ণার তোপে ১৩ রানে  ৩ উইকেট হারিয়ে ফেলে মালয়েশিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us