আইফোনের সর্বশেষ সিরিজ আইফোন ১৪ চীনের পরিবর্তে ভারতে উৎপাদনের ঘোষণা দিয়েছে অ্যাপল। গত সপ্তাহে মার্কিন প্রতিষ্ঠানটি চীনের বাইরে আইফোন তৈরির কৌশলগত এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানায়। যা অ্যাপল তো বটেই, চীন এমনকি বিশ্বের টেক ইন্ডাস্ট্রির জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।
তবে এমন ঘোষণার পরপরই টেক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, ভারত কী পারবে চীনের যথাযথ বিকল্প হতে?
টেক বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল হয়তো চলতি বছরের মধ্যে আইফোন ১৪ এর মোট উৎপাদনের ৫ শতাংশ ফোন ভারতে উৎপাদনের পরিকল্পনা করছে। যা দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে চাইছে প্রতিষ্ঠানটি।
ইনভেস্টমেন্ট ব্যাংকের বিশেষজ্ঞ জেপি মরগান বলেন, ২০২৫ সালের মধ্যে আইফোনের মোট উৎপাদনের চার ভাগের একভাগ ভারতে তৈরি হবে। যদিও ২০১৭ সাল থেকে ভারতের তামিল নাড়ুতে সীমিত পরিসরে আইফোনের উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।
বেইজিং ও ওয়াশিংটনের বাণিজ্য যুদ্ধ শিগগিরই প্রশমিত হওয়ার সম্ভাবনা না থাকায় কিছু বাধ্য হয়েই অ্যাপল এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।