বৃষ্টি বাধ সাধতে পারেনি কলকাতাবাসীর পূজার উৎসবে। কয়েক লাখ মানুষ রাতভর অবস্থান করেন পূজা মণ্ডপে। নতুন জামাকাপড় পরে ছাতা হাতে কিংবা ছাতা ছাড়া মানুষ ঘুরে বেড়িয়েছেন কলকাতাজুড়ে। পূজার কয়েকটা দিন আক্ষরিক অর্থেই জনসমুদ্র হয়ে ওঠে কলকাতা।
আজ বুধবার দশমী। বিসর্জনের দিন। তবে কলকাতায় উৎসবের শেষ ঘণ্টা বাজতে দেরি আছে। উত্তর বা দক্ষিণের বড় বড় পূজা মণ্ডপগুলোর প্রতিমা আগামী শনিবার কার্নিভ্যালে অংশ নিয়ে তবেই বিসর্জন দেওয়া হবে। তবে বাড়ির পূজার প্রতিমাগুলো আজই বিসর্জন দেওয়া হয়। ছোটখাটো বা কম বাজেটের পূজা মণ্ডপগুলোর প্রতিমাও বিসর্জন দেওয়া হয় আজ। কলকাতার মতোই মফস্বল শহরগুলোতেও বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বিসর্জনের পালা। সঙ্গে চলছে সিঁদুর খেলা, ধুনুচি নাচ। সেই ছন্দে অবশ্য অনেকবারই বাগড়া দিয়েছে বৃষ্টি।
দুর্গা পূজার আসল আনন্দ শেষ। করোনা মহামারি থেকে মুক্তির পর এবার কলকাতায় পূজা আগে থেকেই শুরু হলেও আসল উৎসবের শুরু হয় শনিবার অর্থাৎ ষষ্ঠীর দিন থেকেই। মঙ্গলবার নবমীর দিনই ছিল পূজার শেষদিন। হিন্দু শাস্ত্র মতে, দশমীর দিনে দেবী দুর্গা সপরিবারে ফিরে যান কৈলাসে। তাই গঙ্গা বা অন্যান্য জলাশয়ে তাঁর প্রতিমা বিসর্জন দেওয়া হয়।