ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপগুলোতে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা প্রথম রাউন্ডে বিরাট ব্যবধানে জিততে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেলেও অপ্রত্যাশিত শক্তিমত্তা প্রদর্শন করে প্রতিদ্বন্দ্বী জাইর বোলসোনারো তা ভুল প্রমাণ করেছেন।
ফলে লুলা না বোলসোনারো, কে হবেন ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট তা নির্ধারিত হবে রানঅফ বা দ্বিতীয় রাউন্ডের ভোটে।
দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ রোববার এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ব্রাজিলের জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৯৫ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট লুলা, আর বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।
বিজ্ঞাপন