নারীদের হার্ট অ্যাটাক নিয়ে প্রচলিত ভুল ধারণা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৯:২৮

নারীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম। বিভিন্ন গবেষণার ফলাফল থেকে চিকিৎসকরাও এই বিষয়ে সমর্থন করেন।


এর পেছনের কারণ হিসেবে রয়েছে নারীদের ‘সেক্স হরমোন’ ইস্ট্রোজেন। যা হৃদযন্ত্রের সুরক্ষার স্তর হিসেবে কাজ করে।


এই বিষয়ে ভারতের ফরিদাবাদে অবস্থিত ‘অমৃতা’ হাসপাতালের অধ্যাপক এবং ‘কার্ডিওলজি’ বিভাগের প্রধান ডা. বিবেক চতুর্বেদী বলেন, “নারীদের হার্ট অ্যাটাকের বিরুদ্ধে আপেক্ষিক প্রতিরোধ ক্ষমতা থাকে, আর সেটা মেনোপজের আগে। তবে খুব সাধারণ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের উপস্থিতিতে, হৃদরোগের বিরুদ্ধে এই সুরক্ষা স্তরে ভাটা পড়ে।”


টাইমসঅফ্ইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদেনে তিনি আরও বলেন, “এছাড়াও মেনোপজের পরে, এই সুরক্ষা কমে যায় এবং নারীরাও  পুরুষদের মতোই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন। আর স্থূলতা আরেকটি উচ্চ ঝুঁকির কারণ।”


ভারতের মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের পরামর্শক ও ‘কার্ডিওলজিস্ট সার্ভিসেস’ ডা. অরিন্দম পান্ডে একই প্রতিবেদনে বলেন, “ফুসফুস থেকে মস্তিষ্ক পর্যন্ত নারী ও পুরুষের শারীরিক গঠণ এবং শারীরবৃত্তি আলাদা। ‘কার্ডিওভাস্কুলার’ বা হৃদসংক্রান্ত প্রক্রিয়াগুলো আলাদা হওয়াতে নারীদের হৃদপিণ্ড ও ধমনী পুরুষের চেয়ে ছোট হয়। আর এই পার্থক্যের কারণে পুরুষদের থেকে নারীদের হৃদরোগ তৈরি হওয়ার পন্থাও আলাদা হয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us