অস্ত্রোপচারকক্ষ। সেখানে এক রোগীর অস্ত্রোপচার করছেন চিকিৎসক রাকেশ খুরানা। অস্ত্রোপচারটি করতে তাঁর সময় লাগে দুই ঘণ্টা। এ সময়ের ব্যবধানে রোগীর পাকস্থলী থেকে বের করা হয় ৬৩টি চামচ। অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগরে।
গত মঙ্গলবার মোজাফফরনগরে যে রোগীর পেট থেকে এতগুলো চামচ বের করা হয়েছে, তাঁর নাম বিজয় কুমার। ৩২ বছর বয়সী এই রোগীর অন্য কোনো অসুখ ছিল না। বিজয় কুমারকে এক বছর আগে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। তখন পরিবারের সদস্যরা তাঁকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন।
এ ঘটনা প্রকাশ্যে আসে দুই সপ্তাহ আগে। ওই সময় বিজয় কুমারের প্রচণ্ড পেটব্যথা শুরু হয়। এরপর এক্স-রেতে ধরা পড়ে তাঁর পাকস্থলীতে কোনো ধাতব পদার্থ রয়েছে। সেই সময় চিকিৎসক নিজেও অবাক হয়েছিলেন। এরপর বিজয় কুমারকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর পেটে কী আছে। এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, তিনি চামচ খেয়েছেন।