‘চোখ ওঠা’ রোগে ভয় নয়, চাই সচেতনতা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১৯:২৬

ছোঁয়াচে রোগ। শুধু স্পর্শ নয়, বাতাসের মাধ্যমেও চোখ ওঠা রোগের ভাইরাস ছড়ায়।


চোখের মনির সাদা অংশের আবরণ ‘কনজাঙ্কটিভা’তে হওয়া প্রদাহ হল এই চোখ ওঠা, চিকিৎসাশাস্ত্রে যার নাম ‘কনজাঙ্কটিভাইটিস’।


প্রচণ্ড ছোঁয়াচে প্রকৃতির রোগ এটি। ফলে দ্রুত আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।


উত্তরার আইচি হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন প্রফেসর মো. নুরুল আলম এই বিষয়ে বলে, “কনজাঙ্কটিভাইটিস’য়ে চোখ লাল হবে। ব্যথা, খচখচ করা বা অস্বস্তি হবে, পানি আসবে, নিচের অংশ ফুলে যাবে।”


জ্বলুনি ও চুলকানিও থাকতে পারে। প্রথমে এক চোখ আক্রান্ত হয়, তারপর অন্য চোখেও ছড়িয়ে পড়ে। আলোতে চোখে আরও অস্বস্তি হয়।


এই রোগ আক্রান্ত ব্যক্তির স্পর্শ থেকে ছড়ায়। তাই রোগীর ব্যবহার করা কোনো কিছু অন্যরা ব্যবহার করলে তারাও এতে আক্রান্ত হবেন।


এছাড়া কনজাঙ্কটিভাইটিস’য়ের জন্য দায়ী ভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়ায়। ফলে আক্রান্ত ব্যক্তির আশপাশে যারা থাকেন, তারাও এ রোগে আক্রান্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us