ধনীরা সব সময় ধনী হতে থাকেন না। তাঁরা কখনো কখনো ‘গরিব’ হয়েও যেতে পারেন। ঠিক যেমনটা ঘটেছে যুক্তরাষ্ট্রের ধনীদের ক্ষেত্রে।
বিখ্যাত ফোর্বস সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ব্যক্তিরা এক বছর আগের চেয়ে এখন ‘দরিদ্র’। অর্থাৎ, এক বছরে তাঁদের মোট সম্পদ কমে গেছে।
ফোর্বস ৪১তম বারের মতো যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। সাময়িকীটি বলছে, একটি গোষ্ঠী (গ্রুপ) হিসেবে ফোর্বসের ৪০০ ধনী ব্যক্তির বর্তমান সম্পদের পরিমাণ ৪ ট্রিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এই সম্পদ ৫০০ বিলিয়ন কম।