ইডেন কলেজে সংঘাতের মূলে হীনস্বার্থ

সমকাল খুশি কবির প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৮

বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীরা নানা ধরনের নির্যাতনের শিকার হন। এসব নির্যাতনের মধ্যে যৌন নিপীড়নও যে আছে, তা ইডেন কলেজের শিক্ষার্থীদের বক্তব্যে সামনে এসেছে। এখন কর্তৃপক্ষের দায়িত্ব এসব অভিযোগের সত্যতা যাচাই করা। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে দায়ীদের শাস্তির পাশাপাশি তা পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নিতে হবে।


ইডেন কলেজের একজন শিক্ষার্থী সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, কলেজ শাখা ছাত্রলীগের কতিপয় নেত্রী দেহব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা সাধারণ শিক্ষার্থীদের এ কাজে বাধ্য করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার হওয়াদের মধ্যে অভিযোগকারী শিক্ষার্থীও রয়েছেন। অবশ্য বহিস্কারের পর সুর পাল্টে তিনি বলছেন, তাঁর বক্তব্য সংবাদমাধ্যম সঠিকভাবে প্রচার করেনি। তিনি অন্য শিক্ষার্থীদের কাছে দেহব্যবসার বিষয়টি শুনেছেন। সংবাদমাধ্যমের ওপর দায় না চাপিয়ে নিজের দায়িত্ববোধ বাড়ানো উচিত। শোনা কথা যাচাই না করে ঢালাওভাবে সংবাদমাধ্যমে বলতে হবে কেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us