যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সাময়িকী দি ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) গত ফেব্রুয়ারিতে ‘Democracy Index 2021’ তথা গণতন্ত্র সূচক ২০২১ প্রকাশ করেছে।
বিশ্বে বিভিন্ন রূপে যে গণতন্ত্র বিরাজ করছে, তার চিত্র ফুটে উঠেছে গণতন্ত্র সূচকের এ সংস্করণে। এতে দেখা যায় কোভিড-১৯-এর কারণে পরপর দুবছর বিশ্বে গণতন্ত্র ও স্বাধীনতার ওপর কতটা নেতিবাচক প্রভাব পড়েছে।
কোভিড মহামারির দোহাই দিয়ে লকডাউন আরোপ এবং ভ্রমণে ‘গ্রিন পাশ’ চালুর মাধ্যমে উন্নত গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থায় একই রূপে নজিরবিহীনভাবে নাগরিক অধিকার হরণ করা হয়েছে। এর ফলে জরুরি ক্ষমতার ব্যবহার স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং নাগরিকদের সামাজিক ও ব্যক্তিজীবনের ওপর রাষ্ট্রক্ষমতার প্রভাব অনেকটা বৃদ্ধি পেয়েছে। ১৬৭টি দেশ নিয়ে এ সূচক তৈরি করা হয়েছে।