You have reached your daily news limit

Please log in to continue


মোবাইল ডিভাইসের সুরক্ষায় ক্লাউডফ্লেয়ারের ই-সিম

বিশ্বের প্রথম জিরো ট্রাস্ট সিম হিসেবে নিজস্ব ই-সিম চালু করতে যাচ্ছে ক্লাউডফ্লেয়ার। জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেলের মাধ্যমে এ সিম চালু করা হচ্ছে। খবর টেকরাডার।

জিরো ট্রাস্ট পদ্ধতিতে কোনো ডিভাইসই বিশ্বাসযোগ্য হিসেবে যুক্ত হবে না। সবগুলোকেই ভেরিফাই বা শনাক্তকরণের মধ্য দিয়ে যেতে হবে। স্বয়ংক্রিয়ভাবেও কোনো ডিভাইস বিশ্বাসযোগ্যতার তালিকায় যুক্ত হবে না। ই-সিমের সাবস্ক্রাইবার বা ব্যবহারকারীরা আগে থেকে যদি কোনো ডিভাইস ভেরিফাই করে বা কোনো করপোরেট নেটওয়ার্কে যুক্তও থাকে তাহলেও কাজ হবে না।

মোবাইল ডিভাইসে এ ধরনের প্রযুক্তি ব্যবহার আশ্চর্যজনক কিছু নয়। করপোরেট নেটওয়ার্কে অনুপ্রবেশের জন্য মোবাইল ডিভাইস হ্যাকারদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রচলিত এন্ডপয়েন্ট হিসেবে কাজ করে। ২০২২ সালে পাঁচ লাখের বেশি ফিশিং সাইট তদারক করেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান জিমপেরিয়াম। জরিপের মাধ্যমে দেখা যায়, মোবাইলভিত্তিক ফিশিং ওয়েবসাইটের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন