কাজ ও সম্পর্কের মধ্যে ভারসাম্য না থাকলে সমস্যা তৈরি হয়ে যায়। তৈরি হয় দূরত্বও। তৈরি হয় নানা সমস্যা। তাই কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা জেনে নিন।
আর কাজ নয়
অফিসে প্রচুর সময় দিয়েছেন। অফিস থেকে বের হয়ে এসে আর কাজ করতে যাবেন না। এতে সমস্যা বাড়বে। অফিসের কাজ আর বাড়িতেও নিয়ে আসবেন না। অফিস থেকে বের হয়ে নিজেরা দেখা করুন। কথা বলুন ফোনে।
ছুটির দিন
ছুটির দিনটা হলো একান্ত আপনার। এই সময়টায় আপনি ছুটি অবশ্যই উপভোগ করুন। বেরিয়ে পড়ুন নিজের প্রিয় মানুষটার সঙ্গে কোথাও। এই দিনে একবারে কাজ করার কথা ভাববেন না।
ছুটি
অনেকেই ছুটি নেওয়ার প্রয়োজন মনে করেন না। নিজের প্রয়োজনমতো অবশ্যই ছুটি নিতে হবে। তবেই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারেন। এমনকি সঙ্গীর জন্যও ছুটি নিতে পারেন।
ঘুরতে যান
এই একঘেয়ে জীবন থেকে বের হতে ঘুরতে যেতে হবে আপনাকে। সমস্যারও সমাধান করতে পারেন। এরপরও সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন।
দরকারে
সঙ্গীকে বুঝতে দিন, দরকারে আপনাকে পাশে পাবে অফিস থাকলেও। তবেই নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হবে না। অন্যথায় সমস্যা বাড়বে।
বিজ্ঞাপন