একটি চটুল প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড যখন গোয়েন্দা’। অনামিকা মল্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান, শামীম হাসান সরকার, পাপড়ি পায়েলসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, অহনার প্রেমিক শামীম হাসান সরকার কাউকে না বলে এক বন্ধুকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসে। বিষয়টি জানতে পেরে অহনাও তার এক বান্ধবীকে নিয়ে কক্সবাজার চলে আসে। উদ্দেশ্য তার প্রেমিক আসলে কক্সবাজার কী করে তার সবকিছু গোয়েন্দাগিরি করা। কিন্তু বিষয়টি টের পায় শামীম হাসান সরকার।