প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি। এবার এ কার্যক্রম হচ্ছে নির্দিষ্ট সফটওয়্যারে অনলাইনে আবেদনের মাধ্যমে। এত দিন ম্যানুয়াল পদ্ধতিতে বদলি নিয়ে বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ছিল। অনলাইনে বদলির জন্য ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা’ জারি করেছে সরকার। এই নির্দেশিকার কয়েকটি শর্তের কারণে আবেদনই করতে পারছেন না অধিকাংশ শিক্ষক।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, অনলাইনে বদলির জন্য যে নির্দেশিকা জারি হয়েছে, তার কয়েকটি শর্ত বাস্তবসম্মত নয়। ফলে নামমাত্র কিছুসংখ্যক শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারছেন। আর অধিকাংশ শিক্ষকই আবেদনের সুযোগ হারাচ্ছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় উপজেলাভিত্তিক। তাই সাধারণ নিয়মে উপজেলার মধ্যেই শিক্ষকদের বদলি হতে হয়। তবে বিশেষ কারণে উপজেলা বা জেলা পরিবর্তনেরও সুযোগ রয়েছে।