গণমাধ্যমের মাথার ওপর ধারালো তরবারি ঝুলছে: রিজভী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২

‘দেশের গণমাধ্যমের মাথার ওপর ধারালো তরবারি ঝুলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের সব মিডিয়াতে শেখ হাসিনার জন্মদিনের সংবাদ ছাপতে বাধ্য করা হচ্ছে।


খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর ওপর অনুষ্ঠিত আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘শেখ হাসিনার সরকার যেনতেনভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। গত ৩১ জুলাই থেকে আজ পর্যন্ত জনদাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছে।’


রিজভী বলেন, ‘এই সরকার মিথ্যাচারী। তারা নিজেদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়। ইডেন কলেজে কলঙ্কজনক ইতিহাসের জন্ম দিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার নির্দেশে ও ভিসির প্ররোচনায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে সাওন নিহত হলে এসপি বলেছে, সে ঠেলাঠেলিতে মারা গেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us