টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দুই বছর আগে ইউটিউব শর্টস ভিডিও চালু করে ইউটিউব। জনপ্রিয়তা পেলেও টিকটকের চেয়ে বেশ পিছিয়ে আছে ইউটিউব শর্টস।
আর তাই এবার টিকটকের আদলে শর্টস ভিডিওতে কণ্ঠ যোগ করার সুযোগ দিতে ভয়েস ওভার সুবিধা চালু করেছে ইউটিউব। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে শর্টসের জন্য তৈরি ভিডিওতে বিভিন্ন বিষয়ের বর্ণনা বা ধারাভাষ্য যুক্ত করা যাবে। বর্তমানে শর্টস ভিডিওতে বিভিন্ন গান বা সুর যুক্ত করা যায়।