আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে বিতর্ক চলছে নেট দুনিয়ায়। সমালোচনার মুখে নাটকটির চতুর্থ সিজনের কয়েকটি পর্ব ইউটিউব থেকে নামিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে এর নির্মাতা কাজল আরেফিন অমি এবং প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব টিভি থেকেও ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
নাটকটির বিরুদ্ধে দর্শকের একাংশের অভিযোগ, এতে ‘আপত্তিকর’ সংলাপ এবং ‘অঙ্গভঙ্গি’ রয়েছে। যা দেশের সংস্কৃতি ও সমাজের সঙ্গে বেমানান। যদিও বরাবরই এই অভিযোগের বিপরীতে যুক্তি দিয়ে এসেছেন সংশ্লিষ্টরা।