ইউক্রেনে হামলা চালিয়ে দখলে নেওয়া ভূখণ্ডের চারটি অঞ্চলে বিতর্কিত গণভোট সম্পন্ন করেছে রাশিয়া। ওইসব অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা দাবি করেছেন, গণভোটে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ।
আলজাজিরা জানিয়েছে, বিতর্কিত ভোটকে অবৈধ ও জবরদস্তিমূলক আখ্যা দিয়েছে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা।
দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খারসনে তাড়াহুড়ো করে গণভোটের আয়োজন করে রাশিয়া।