কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের মামলায় বিচারকাজ শুরুর নির্দেশ দিয়েছেন স্পেনের একটি আদালত। স্প্যানিশ প্রসিকিউটররা তার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ এনেছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ গায়িকার বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদন দেওয়া হয়।
প্রসিকিউটররা অভিযোগ প্রমাণিত হলে ৪৫ বছর বয়সী এ পপ তারকার আট বছরের জেলসহ বড় অংকের অর্থ জরিমানা চাইছেন। খবর এবিসি নিউজের।
শাকিরার বিরুদ্ধে আরও আগেই স্পেনের এক আইনজীবী ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির মামলা করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছিল, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক পরিচয় দিয়ে কর ফাঁকি দিয়েছেন শাকিরা। এরপর কয়েক মাস আগে এ মামলাটি নিষ্পত্তির জন্য স্প্যানিশ প্রসিকিউটররা প্রস্তাব দিলে তাতে সায় দেননি শাকিরা। তার দাবি, তিনি কখনোই কর ফাঁকির মতো কোনো অন্যায় করেননি।