ঘরে তৈরি কিছু ফেস প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন ত্বক টানটান রাখতে চাইলে। জেনে নিন কীভাবে বানাবেন ও ব্যবহার করবেন।
১। একটি ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস ও আধা চা চামচ দুধের সর একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
২। আলু ও গাজর সেদ্ধ করে চটকে নিন। ১ চিমটি বেকিং সোডা ও হলুদের গুঁড়া মেশান। পরিমাণ মতো পানি মিশিয়ে ত্বকে লাগান। ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩। ২ টেবিল চামচ টক দই, ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস ও ১ চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪। নারকেলের দুধে তুলার টুকরা ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
৫। একটি ছোট পাকা কলা চটকে নিন। এর সঙ্গে ১ চা চামচ করে মধু, গোলাপজল ও নারিকেলের দুধ মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৬। আলুর রসে তুলার টুকরো ভিজিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
৭। পাকা পেঁপে চটকে গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
৮। আমলকীর গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল, টক দই ও মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।