কর্মসূচিতে হামলার অভিযোগ বিএনপি করে এলেও সংঘাতের জন্য উল্টো তাদের দুষেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “পুলিশের ভয়ে নিজেরাই ইট-পাটকেল ছুড়ে উসকানি দেন, পুলিশ তখন নীরবে বসে থাকবে?”
সোমবার বিকালে দলের ঢাকার কদমতলী থানা ও ধানাধীন ওয়ার্ড সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপি অভিযোগ করে আসছে, তাদের কর্মসূচি পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালাচ্ছে।
সেই অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি বারবার একটা বাজে কথা বলে যে, আওয়ামী লীগ নৈরাজ্য চায়, অশান্তি চায়।
“অশান্তি আর নৈরাজ্য হলে তো ক্ষতি আমাদের, যেহেতু ক্ষমতায় আমরা। আমরা ক্ষমতায় থেকে নৈরাজ্য করব কেন? আমরা ক্ষমতায় থেকে অশান্তি করব কেন? আমরা রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমাদের নেত্রী বার বার বলে দিয়েছেন, আওয়ামী লীগ আমরা সংযমী হব। আমরা কারও সভা-সমাবেশে হামলা করব না, আমরা কারও বাড়ি ঘরে হামলা করব না, আমরা সতর্ক থাকব।
“আমাদের উপর হামলা হলে কী করতে হবে, সেটা উদ্ভূত পরিস্থিতি বলে দেবে।”