ব্যবহারকারীর জন্য তুলনামূলক দীর্ঘ নিরবচ্ছিন্ন ‘স্টোরিজ’ আপলোডের সুবিধা এনেছে ইনস্টাগ্রাম। পাশাপাশি, ৬০ সেকেন্ডের চেয়ে কম দৈর্ঘ্যের ভিডিও পোস্ট আর কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে না।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম এই খবর নিশ্চিত করেছে শুক্রবার। ২০২১ সালের শেষে বাছাই করা কিছু ব্যবহারকারী নিয়ে ফিচারটির পরীক্ষা চালিয়েছিল কোম্পানিটি। আর এখন বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর কাছেই পৌঁছেছে এটি।
“স্টোরিজ’ অভিজ্ঞতা উন্নতির বিভিন্ন উপায় নিয়ে সব সময় কাজ করে যাচ্ছি আমরা।” --টেকক্রাঞ্চকে ইমেইল বার্তায় বলেছেন এক মেটা মুখপাত্র।
“এখন স্বয়ংক্রিয়ভাবে ১৫ সেকেন্ডে ক্লিপ কেটে ফেলার বদলে টানা ৬০ সেকেন্ড পর্যন্ত স্টোরিজ দেখতে ও তৈরি করতে পারবেন আপনি।”
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী ও দর্শক দুই পক্ষের জন্যেই হয়তো অ্যাপে একটি ‘বিশেষ সংযোজন’ হিসেবে এসেছে নতুন এই পরিবর্তন। ব্যবহারকারী এখন নিরবিচ্ছিন্ন স্টোরিজ পোস্ট করতে পারবেন যা আর ভেঙে যাবে না। অন্যদিকে, কোনো দীর্ঘ ভিডিও ক্রমাগত চাপ দিয়ে দেখতে হবে না দর্শকদের, যেটি হয়তো তিনি দেখতে চান না।