ইন্টারনেট নিয়ে কী হচ্ছে ইরানে

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩০

পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। অন্তত ৮০টি শহরে নারীরা বিক্ষোভ করছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। যদিও ইরান সরকার বলছে, মৃত্যুর সংখ্যা ১৭।


শুরু থেকেই এসব বিক্ষোভ ঠেকাতে লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান ও বুলেট ছুড়েছে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি ইন্টারনেট সেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ইবরাহিম রাইসির সরকার। বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারছেন না।


লন্ডনভিত্তিক ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস বলেছে, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছিলেন না ইরানের মানুষ। অথচ ইরানে এ দুটি অ্যাপ পারস্পরিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলেছে, ইরানের ব্যবহারকারীরা যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, সে ব্যাপারে তারা কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us