You have reached your daily news limit

Please log in to continue


চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ

ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক বলা হয় জাফর ইকবালকে। অভিনয়ে নৈপুণ্য ও দারুণ স্টাইলের জন্য আজও তিনি দর্শক হৃদয়ে উজ্জ্বল। অকালপ্রয়াত এ নায়কের জন্মদিন আজ।

১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্ম হয় এ নায়কের। দেশবরেণ্য কণ্ঠশিল্পী শাহানাজ রহমতুল্লাহ তার ছোট বোন। বড় ভাই আনোয়ার পারভেজও একজন নন্দিত সুরকার ও সংগীত পরিচালক।

পারিবারিক আবহের কারণেই জাফর ইকবাল প্রথমে গায়ক হিসেবে পরিচিতি পান। ১৯৬৬ সালে ব্যান্ড গড়ে তুলে বিভিন্ন প্রোগ্রামে গান গাইতে থাকেন তিনি। তিনি ‘পিচঢালা পথ’ সিনেমাতেও গান করেন।

ঘটনাচক্রে জড়িয়ে যান সিনেমায়। মুক্তিযুদ্ধের আগে কবরীর বিপরীতে ‘আপন পর’ সিনেমায়র মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন জাফর ইকবাল।

পরবর্তীকালে ‘সূর্যসংগ্রাম’ও এর সিকুয়াল ‘সূর্যস্বাধীন’ সিনেমায় ববিতার বিপরীতে অভিনয় করেন। ১৯৭৫ সালে ‘মাস্তান’চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন