You have reached your daily news limit

Please log in to continue


বিট–বাইট

উইন্ডোজ ১১ হালনাগাদ করল মাইক্রোসফট

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ এনেছে মাইক্রোসফট। ‘উইন্ডোজ ১১: ২০২২’ সংস্করণটিতে আগের তুলনায় দ্রুত এবং নিখুঁতভাবে সার্চ করার সুবিধা পাওয়া যাবে। নিরাপত্তা ব্যবস্থা ও স্টার্ট মেনু হালনাগাদের পাশাপাশি কুইক সেটিংস সুবিধাও মিলবে সংস্করণটিতে। মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম আনার পর এবারই প্রথম বেশি পরিবর্তন আনা হয়েছে।টুইটারে রিকমেন্ডেশন

সুবিধার পরিধি বাড়ছে

রিকমেন্ডেশন সুবিধার পরিধি বাড়াতে নতুন টুল চালু করছে টুইটার। টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারী ব্যক্তিরা চাইলেই অন্যদের পাঠানো অপ্রয়োজনীয় টুইটগুলো (টুইটারে দেওয়া বার্তা) টাইমলাইন থেকে মুছে ফেলতে পারবেন। ফলে বর্তমানের তুলনায় আরও বেশি পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের টুইট দেখা যাবে টাইমলাইনে। এরই মধ্যে নির্দিষ্ট–সংখ্যক ব্যবহারকারীর ওপর টুলটির কার্যকারিতা পরখ করছে খুদে ব্লগ লেখার সাইটটি।

সনির তারহীন হেডফোন

সনির ডব্লিউএইচ-১০০০ এক্সএম ৫ মডেলের তারহীন এ হেডফোনে গান শোনার পাশাপাশি কথাও বলা যায়। সনির এইচডি নয়েজ ক্যান্সেলিং প্রসেসর কিউএনআই ব্যবহার করায় শব্দ নিখুঁতভাবে শোনা যায় হেডফোনটিতে। এক চার্জে টানা ৩০ ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম হেডফোনটির দাম ৪০০ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন