রাজপথে সহিংসতাকে ফাঁদ মনে করে সাবধানে এগোতে চায় বিএনপি

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা আপাতত হরতাল বা অবরোধের মতো কঠোর আন্দোলনের দিকে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করছেন, সরকার রাজপথে সহিংসতা উস্কে দিতে চাচ্ছে। এটা এমন একটি ফাঁদ, যে ফাঁদে বিরোধী দলের পা দেওয়া উচিত না।


দলটির নেতারা বলছেন, দেশব্যাপী বিক্ষোভের সময় তাদের ৪ জন নেতা-কর্মী নিহত হওয়ার পরও তারা সমাবেশ ও মিছিলের মতো শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করবেন।


পাশাপাশি, কেন্দ্রীয়ভাবে ও জেলা পর্যায়ে গঠিত 'লিগ্যাল সেলে'র মাধ্যমে মামলা করে পুলিশি হামলায় নিহত ও পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনায় আইনি লড়াই লড়বেন তারা।


গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ৪ নেতা-কর্মীকে হত্যা করা হলেও, আমরা রাজপথ ছাড়ব না। একটি গণতান্ত্রিক দল হিসেবে আমরা আমাদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us