টেনসেন্টের সঙ্গে যৌথভাবে তৈরি করা জি ক্লাউড গেমিং হ্যান্ডহেল্ড গেমিং কনসোল বাজারজাত শুরু করেছে লজিটেক। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রেতারা এটি সংগ্রহ করতে পারবেন। খবর গিজমোচায়না।
নতুন কনসোলটি অনেকটা নিনতেনদো সুইচ ও স্টিম ডেক ডিভাইসের মতো দেখতে এবং এতে এ/বি/এক্স/ওয়াই বাটন, ডি-প্যাড, দুটি জয়স্টিক, দুটি বাম্পার, দুটি ট্রিগার, লেফট ও রাইট বাটন, একটি জি ও হোম বাটন রয়েছে। ডিভাইসটি একটি ক্লাউড গেমিং মেশিন। অর্থাৎ এটি ব্যবহারে গেমারদের ওয়াই-ফাই কানেকশন ব্যবহার করতে হবে। কেননা গেমগুলো মূলত রিমোট সার্ভারে রেন্ডার হবে।
কমপ্যাক্ট হ্যান্ডহেল্ড ডিভাইসের যে সীমাবদ্ধতা রয়েছে, সেগুলোর বাইরে এর মাধ্যমে ট্রিপল এ ক্যাটাগরির গেমগুলো খেলা যাবে। কনসোলটিতে গেম খেলার জন্য এক্সবক্স গেম পাস আল্টিমেট সাবস্ক্রিপশন, এনভিডিয়া জিফোর্স নাও বা স্টিম লিংক যুক্ত করতে হবে।