৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের মামলা

বণিক বার্তা প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:০০

বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এরই মধ্যে এসব ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও করেছে সংস্থাটি। অস্বাভাবিক দাম বেড়েছে এমন পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, আটা-ময়দা, ডিম, ব্রয়লার মুরগি, টয়লেট্রিজ, সাবান, সুগন্ধি সাবান, গুঁড়া সাবান ইত্যাদি।


প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গিয়েছে, চালের জন্য রশিদ অ্যাগ্রো ফুড প্রডাক্টস, বেলকন গ্রুপ, সিটিগ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড; আটা-ময়দার জন্য সিটিগ্রুপ অব ইন্ডাস্ট্রিজ; ডিমের জন্য প্যারাগন পোলট্রি, ডিম ব্যবসায়ী-আড়তদার বহুমুখী সমবায় সমিতি, কাজী ফার্মস গ্রুপ; মুরগির জন্য প্যারাগন পোলট্রি লিমিটেড, কাজী ফার্মস গ্রুপ; টয়লেট্রিজ পণ্যের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার শুনানির জন্য ২৬ ও ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us