You have reached your daily news limit

Please log in to continue


পাঁচ তরুণের ‘রকেট মিশন’

কাছাকাছি বয়সের পাঁচ তরুণের পড়ালেখা ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, থাকেনও একেক জায়গায়, কিন্তু তাদের সবারই আগ্রহের বিষয় স্যাটেলাইট প্রযুক্তি।

দেশে মহাকাশ প্রযুক্তি নিয়ে হওয়া ক্যাম্প ও সামিটে একপর্যায়ে তাদের মধ্যে যোগসূত্র গড়ে ওঠে; এরপর নেমে পড়েন রকেট তৈরির কাজে।

এই কাজে মোহাম্মদ শাহাদাত হোসাইন রিয়াদের সঙ্গী হয়েছেন মো. মেহরাব হক, মো. একরামুল হাসান চৌধুরী, আবু সাইদ এবং তাহসিন হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে সেই ‘রকেট মিশনের’ গল্প বলেছেন পাঁচ তরুণ।

যেভাবে শুরু

২০১৮ সাল থেকে নিজের স্টার্টআপ ‘স্পেসল্যাব’ গড়ে তোলেন মোহাম্মদ শাহাদাত হোসাইন রিয়াদ।

ওই বছর স্পেস ইনোভেশন সামিটে ক্যানস্যাট (খুদে স্যাটেলাইট) বানানো ও দেশের প্রথম ড্রপ টেস্টেও অংশ নিয়েছিলেন। আর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে মেন্টর হওয়ার অভিজ্ঞতা তো আছেই।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে অংশ নেওয়া ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন দলের একজন ছিলেন মো. মেহরাব হক।

আর বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে ২০১৯ সালে স্পেস ইনোভেশন ক্যাম্পে বাচ্চাদের রকেট বানানো শেখানোর মেন্টর হয়েছিলেন আবু সাইদ।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) হওয়া ওই আয়োজনে অংশ নিয়েছিলেন একরামুল হাসান চৌধুরীও। ওই ক্যাম্পে ওয়াটার রকেট বানিয়েছিলেন তাহসিন হোসাইন।

এরপর একরামুল হাসান চৌধুরীর মত বাকিদেরও মনে হয় ‘আরও কিছু করা সম্ভব’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন