দেশের প্রায় সব জাতীয় দৈনিকে চমকপ্রদ সচিত্র খবরটি প্রকাশিত হয়েছে। বগুড়ার ধুনট উপজেলার একটি বিয়ের খবর। আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদটির শুরুতে লেখা হয়েছে, ‘তাঁদের ৯ মাসের প্রেম তারপর বিয়ে।
বিয়েতে দেনমোহর ১০১টি বই। কনের ইচ্ছা, বই দিয়ে বানাবেন একটি পারিবারিক পাঠাগার। তাঁর সেই ইচ্ছার বাস্তবায়নে বর ৭০টি বই নগদ এবং ৩১টি বই বাকি রেখে গত শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন।’ এই দম্পতির নাম নিখিল নওশাদ ও সান্ত্বনা খাতুন। বর নিখিল কবি এবং ‘বিরোধ’ শীর্ষক একটি সাহিত্যবিষয়ক লিটলম্যাগের সম্পাদক। কনে সান্ত্বনা স্থানীয় একটি মাদ্রাসার ইংরেজির শিক্ষক। শুরুতে নিখিলের কবিতার জাদুতে মুগ্ধ হন সান্ত্বনা, পরে হাবুডুবু খান কবির প্রেমে। এই প্রেম পারিবারিক আয়োজনে পরিণয়ে পরিণতি পেয়েছে।