প্রযুক্তির সঙ্গেই এখন আমাদের বসবাস। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকেন। গুগলের মতো এখন হোয়াটসঅ্যাপও নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত চ্যাট তো আছেই সেই সঙ্গে অফিসের গুরুত্বপূর্ণ কাজ, ফাইল শেয়ারের জন্যও ব্যবহার হচ্ছে প্ল্যাটফর্মটি।
তবে অনেকেই একটি সাধারণ সমস্যায় পড়েছেন। তা হলো পুরোনো চ্যাট খুঁজে না পাওয়া। আর পেতে হলে অনেক সময় নিয়ে সেটি খুজতে হয়। তবে এখন খুব সহজেই পুরোনো চ্যাট খুঁজে বের করা যাবে। সেই সুবিধার জন্য নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।