You have reached your daily news limit

Please log in to continue


পদ্মা সেতুর সুবাদে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন প্রাণের জোয়ার

নতুন নতুন কারখানা, মুনাফা বৃদ্ধি আর পর্যটকের সংখ্যা বাড়ায় নতুন কর্মসংস্থানের সুযোগ- ইতোমধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দৃশ্যপট বদলাতে শুরু করেছে পদ্মা সেতুর সুবাদে, কর্মচাঞ্চল্য বেড়েছে মোংলা বন্দরেও।

প্রথম গার্মেন্টস কারখানা, বোতলজাত পানি পরিশোধনের কারখানা- বরিশালেও প্রথমবারের মতো এসব শিল্প গড়ে উঠছে। 

সামনের ডিসেম্বরে বরিশালের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) প্রাথমিকভাবে গার্মেন্টস কারখানার কার্যক্রম শুরু হবে। এখানে প্রায় দুইশ মানুষের কর্মসংস্থান হবে।

নিরমাক ডিজাইন গার্মেন্টসের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম বলেন, বারোটি লাইনে এক হাজার মানুষ নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে। 

প্রাথমিক বিনিয়োগ হবে ৬০ কোটি টাকা, তবে এতে ঝুঁকিও আছে।

"বরিশালে গার্মেন্টসের কোনো কাঁচামাল নেই। ঢাকা থেকে কাঁচামাল আনতে আমাকে অতিরিক্ত পরিবহন খরচ বহন করতে হবে, একারণে উৎপাদন খরচও বেড়ে যাবে", বলেন তিনি। 

এছাড়া, বিশেষায়িত দক্ষতার কর্মীরও অভাব আছে, তবে তৌহিদুল আশাবাদী, ঝুঁকি নেওয়ার সুফল পাবেন তিনি।  

বরিশালে গ্যাসের লাইন পেলে, কাঁচামালের কারখানাও তৈরি করতে পারেন তিনি। জানিয়েছেন, অনেকেই ইতোমধ্যে এতে আগ্রহ দেখিয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন