বেলা ফুরালো তবে সিলিকন ভ্যালির?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮

স্ন্যাপচ্যাটে কর্মী ছাটাই, শেয়ার বাজারে মেটা আর অ্যাপলের মতো কোম্পানির দরপতন, আর প্রথমসারির বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ থমকে যাওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে প্রযুক্তি শিল্পে একটি প্রশ্ন বারবার উঠে আসছে: সিলিকন ভ্যালির স্বর্ণযুগ কি তবে ফুরিয়ে গেল?


বিশেষজ্ঞরা বলছেন, উত্তরটা বেশ জটিল। আন্তর্জাতিক প্রযুক্তি শিল্পের প্রভাব-প্রতিপত্তি আর পরিধি ঊর্ধ্বমুখী গতি ধরে রেখেছে টানা কয়েক দশক ধরে। শাপে বর হয়েছে গত কয়েক বছরের মহামারী; বিশ্ব জনসংখ্যার একটা বড় অংশকে অনলাইনের দিকে ঠেলে দিয়েছে কোভিড, প্রযুক্তিকেন্দ্রীক সেবার বাজারও বেড়েছে ওই সময়ের মধ্যে।


সার্বিক প্রযুক্তি শিল্পের ‘বিস্ফোরণের’ সঙ্গে সঙ্গে লোভনীয় বেতন আর নানা বাড়তি সুবিধার যে চাকরির সুযোগ তৈরি হচ্ছিল, তার গতিও কমে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সিলিকন ভ্যালির দিন বদল প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের অধ্যাপক ও লেখক মার্গারেট ও’মারার মতে, “সুদিন তো আর চিরদিন থাকে না।”


“বিভিন্ন দিক থেকে ভাবলে, একটা দীর্ঘ সময় ধরে সবকিছুর আকার বাড়তে থাকার পর আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us