আগামীকাল ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাইজার

বণিক বার্তা প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:০১

তিন দিনের সফরে বাংলাদেশ আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। আগামীকাল সোমবার ঢাকায় পা রাখবেন তিনি। এটিই হতে যাচ্ছে তার প্রথম বাংলাদেশ সফর।


এ সফরে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তারা দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে বিশ্বব্যাংকের সহায়তা বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া উন্নয়ন সহযোগী, বেসরকারী খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বৈঠক করবেন কাইসার।


এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের অর্জন চমকপ্রদ। বিগত ৫০ বছর ধরে এই অসাধারণ যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত।


কাইজার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো কভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির নানা ধরনের ধাক্কার সঙ্গে লড়াই করছে। সে অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি আমি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us