জঙ্গলের পাশেই থানা। ফলে প্রতি দিনই খাবারের খোঁজে সেখানে হানা দেয় হনুমানের দল। প্রথম প্রথম বিষয়টি নিয়ে এতটা গুরুত্ব না দিলেও, ক্রমেই হনুমানের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যেতে শুরু করে। যখন-তখন থানাতে ঢুকে পড়তে শুরু করে। শুধু তাই-ই নয়, থানার কিছু কিছু জিনিসও নিয়ে পালাচ্ছে বলে দাবি পুলিশকর্মীদের।
কী ভাবে হনুমানদের অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন পুলিশকর্মীরা। তখনই তাদের মাথায় আসে সাপের বিষয়টি। তবে এ ক্ষেত্রে আসল সাপ ব্যবহার করেননি পুলিশকর্মীরা। তারা রংবেরঙের প্লাস্টিকের সাপ কিনে নিয়ে আসেন। সেই সাপগুলিকে থানা চত্বরের বাইরে থেকে থানার ভিতর পর্যন্ত খুঁটিতে আটকে দেওয়া হয়।