বয়কট সংস্কৃতি অনলাইনের হুজুগ, দক্ষিণ ভারতে এসব নেই: দাবি দুলকার সালমানের

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৭

দুলকার সালমানের ভাষ্যে, “সোশ্যাল মিডিয়ায় যে কেউ যেকোনো কিছু লিখতে পারে। দায়িত্বজ্ঞানহীন লোকেরা যেকোনো দাবি তুলে সমস্যা তৈরি করতে পারে। ব্যাপারটা হুজুগের মতো হয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণে এই বাতিল করে দেওয়ার সংস্কৃতির অস্তিত্ব নেই। আমি বলিউডে এটা প্রথম শুনেছি।”


'সীতা রামাম'-এর ব্যাপক সাফল্যের পর, পরবর্তী হিন্দি ছবি 'চুপ' মুক্তির অপেক্ষায় দক্ষিণী অভিনেতা দুলকার সালমান। কারওয়ান এবং দ্য জোয়া ফ্যাক্টর-এর পর আর বালকি পরিচালিত এই সিনেমা দুলকারের অভিনীত তৃতীয় হিন্দি চলচ্চিত্র। কিন্তু সম্প্রতি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বয়কট সংস্কৃতি বেড়ে যাওয়ায় তোপের মুখে আছেন বলিউডের নামজাদা অভিনেতারাও। বক্স অফিসের সাফল্য অনেকটাই যেন নির্ভর করছে এর উপর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দুলকারকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দক্ষিণ ভারতে বয়কট প্রবণতা দেখেননি তিনি। কেবল বলিউডেই এই সংস্কৃতির এত বাড়াবাড়ি। 


দুলকার সালমানের ভাষ্যে, "অনলাইনে জগতের প্রভাবেই বয়কটের প্রবণতা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় যে কেউ যেকোনো কিছু লিখতে পারে। দায়িত্বজ্ঞানহীন লোকেরা যেকোনো দাবি তুলে সমস্যা তৈরি করতে পারে। ব্যাপারটা হুজুগের মতো হয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণে এই বাতিল করে দেওয়ার সংস্কৃতির অস্তিত্ব নেই। আমি বলিউডে এটা প্রথম শুনেছি।"


দক্ষিণে 'সীতা রামাম'-এর সাম্প্রতিক সাফল্যের কারণে নির্মাতারা ছবিটি হিন্দিতে ডাব করে মুক্তির ব্যবস্থা করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। দুলকার সালমান নিজেও বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করেন। তাই তাকে সর্বভারতীয় বা প্যান-ইন্ডিয়ান ছবি করার পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করেছিল এক সংবাদমাধ্যম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us