ভারতের বেদান্ত গোষ্ঠী ও তাইওয়ানের ফক্সকন যৌথভাবে গুজরাটে সেমিকন্ডাক্টর চিপ ও বৈদ্যুতিন ডিসপ্লে প্যানেলের কারখানা তৈরি করবে। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে গত মঙ্গলবার গুজরাট সরকারের সঙ্গে চুক্তি হয়েছে তাদের।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বক্তব্য, বিনিয়োগের অঙ্ক ১ দশমিক ৫৪ লাখ কোটি রুপি। এই উদ্যোগের ফলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
বিনিয়োগের এই অঙ্ক স্বাধীন ভারতের করপোরেট খাতের ইতিহাসে বৃহত্তম বলেও দাবি গুজরাট সরকারের। এটি হতে চলেছে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ কারখানা।