উনাদের ‘খামখেয়ালি’ আমাদের ‘কাফফারা’

আজকের পত্রিকা মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৮

‘উনাদের’ এবং ‘আমাদের’, এ বিষয়টা শুরুতেই পরিষ্কার করা বুদ্ধিমানের কাজ হবে। ‘উনারা’ হলেন সেই সব বিশিষ্ট ব্যক্তি, যাঁরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আসীন। তাঁরা এসব প্রতিষ্ঠানের ভালোমন্দ দেখেন এবং সে জন্য পরিকল্পনা প্রণয়ন-বাস্তবায়ন করেন। বাকি থাকে আমাদের বা ‘আমরা’! পাঠক নিশ্চয়ই বুঝে গেছেন এই আমরা আর কেউ নয়, আমরা হলাম আমজনতা। ভ্যাট-ট্যাক্স প্রদানকারী সাধারণ জনগণ।


এবার আসা যাক ‘খামখেয়ালিপনা’ আর ‘কাফফারা’র ব্যাপারটায়। ‘উনাদের খামখেয়ালিপনা’ বুঝতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের মূলকথা তুলে ধরলেই আধা কাজ হবে সারা। আশা, তাতেই ‘উনাদের খামখেয়ালিপনা’র একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us