You have reached your daily news limit

Please log in to continue


পাঠ্যপুস্তকে বাবর আজমের কাভার ড্রাইভ

ক্রিকেট শট এখন ধ্রুপদ ও তাৎক্ষণিক উদ্ভাবনের নান্দনিক সমন্বয়। কোনো শট আপনাকে চিরায়ত সৌন্দর্যের আলোয় ভাসিয়ে নেবে, আবার কোনো শট তাৎক্ষণিকভাবে মুগ্ধ করবে।

টি–টোয়েন্টি ক্রিকেটের উত্থানের পর ক্রিকেটে উদ্ভাবিত হয়েছে বিস্ময় জাগানো সব শট। তবে ক্রিকেটে যেসব শটকে ধ্রুপদি ধারার সৌন্দর্যের প্রতীক ধরা হয়, সেসবের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আসবে কাভার ড্রাইভই।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম কাভার ড্রাইভটা দারুণ খেলেন। তাঁর কাভার ড্রাইভের ভক্ত সাবেক অনেক কিংবদন্তি ক্রিকেটারও। নানা সময়ে বাবরের এই শটে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইন, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির মতো অনেকেই।

এবার সেই কাভার ড্রাইভের অন্য রকম এক স্বীকৃতিও পেলেন বাবর। তাঁর কাভার ড্রাইভকে অন্তর্ভুক্ত করা হয়েছে পাকিস্তানের নবম শ্রেণির পদার্থবিজ্ঞান বইয়ে। বাবরের কাভার ড্রাইভ–সম্পর্কিত প্রশ্নের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছেন পাকিস্তানি সাংবাদিক শিরাজ হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে বইয়ের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন