ওমানের মাস্কাট বিমানবন্দরে বুধবার উড্ডয়নের ঠিক আগে ইঞ্জিনে আগুন ধরার কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট বাতিল করা হয়। ওই ফ্লাইটটির ভারতের কোচির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। বিমানটিতে থাকা সব কর্মী এবং চারজন শিশুসহ ১৪৫ জন যাত্রীকে নিরাপদে বিমান থেকে টার্মিনাল ভবনে সরিয়ে নেওয়া হয়। হুড়োহুড়ি করে নামার সময় কয়েকজন সামান্য আহত হয়েছেন।
যাত্রীদের জন্য আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করা হবে জানানো হয়েছিল। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগে ভারতীয় সরকারের মালিকানাধীন ছিল। কিছুদিন আগে টাটা গ্রুপ একে কিনে নেয়। এটি ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা। দক্ষিণ-পূর্ব এশিয়া ছাড়াও এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ায় ফ্লাইট চালায়। দুই মাস আগে পোড়া গন্ধ পাওয়ার কারণে ভারতের কালিকট থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে মাস্কাটে অবতরণ করতে হয়েছিল। ওই ঘটনায় গুরুতর কোনো ক্ষতি হয়নি। গত জুলাই মাস ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য একটি ঘটনাবহুল মাস ছিল। তখন কারিগরি ত্রুটির কারণে একাধিক বিমান সংস্থার ফ্লাইট বিঘ্নিত হয়ে যাত্রীরা ভোগান্তির শিকার হন।