টি-টুয়েন্টি অলরাউন্ডার: আবারও শীর্ষে সাকিব

চ্যানেল আই প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬

একবছর আগে মোহাম্মদ নবির কাছে হারিয়েছিলেন শীর্ষস্থান। আফগান অলরাউন্ডারের বিবর্ণ সময়ে সাকিব আল হাসান আবারও ফিরে পেলেন রাজত্ব। এশিয়া কাপে বাজে ফর্মে টি-টুয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নেমে গেছেন নবি, শীর্ষে উঠে এসেছেন সাকিব। চ্যানেল আই’র সর্বশেষ খবর ও বিনোদন গুগল নিউজ চ্যানেলে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে গত সপ্তাহেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন নবি। এশিয়া কাপে ধাক্কাটা খান আফগান অধিনায়ক। পুরো টুর্নামেন্টে ব্যাটে ব্যর্থ, ৫ ম্যাচে করেছেন ১৬ রান।


বোলিংয়েও ছিলেন না সেরা ছন্দে। ৫ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। তাতে রেটিং ৬ কমেছে তারকা অলরাউন্ডারের। অন্যদিকে গড়পড়তা পারফরম্যান্সেই রেটিং ধরে রেখেছেন সাকিব। এশিয়া কাপের আগে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ২৪৮ রেটিং পয়েন্ট ছিল টাইগার অধিনায়কের। ২ ম্যাচে ৩৫ রান ও ১ উইকেট নিয়ে সেটা ধরে রেখেছেন। যা দিয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব। ব্যাটে-বলে দারুণ ছন্দে থাকা ভানিডু হাসারাঙ্গা হতে পারেন সাকিব-নবির ভাবনার কারণ। সদ্যগত টুর্নামেন্টে ৯ উইকেট ও ৬৬ রান নিয়ে হয়েছেন টুর্নামেন্টসেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us