মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব থেকে প্রায় এক হাজার দিন বিচ্ছিন্ন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বিশ্বমঞ্চে আবার আগমন করছেন তিনি। চলতি সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক বিশ্বে একটি দৃশ্যমান বিকল্প শক্তি প্রদর্শন হবে।
ক্রেমলিনের তথ্যানুযায়ী, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর প্রথমবার আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। সেখানে যে কয়েকটি সমঝোতা সাক্ষর হবে সেগুলোকে যুক্তরাষ্ট্রের প্রতাপ দমনের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে বিবেচিত হবে। চীন ও রাশিয়ার এ বৈঠকের আয়োজন করছে চীনের প্রতিষ্ঠিত নিরাপত্ত জোট, যেটি একটি বহুমুখী বিশ্ব গঠন করতে চায়। উজবেকিস্তানে এবারের জোটের বৈঠক হচ্ছে। সম্মেলনে যাওয়ার আগে শি জিনপিং বুধবার কাজাকাস্তানে বিরতি নেবেন। সেখানে নয় বছর আগের নেয়া বেল্ট, রাস্তার বাণিজ্য ও অবকাঠামো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন চুক্তিতে সই করবেন।