পণ্য বিক্রয়কারী সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ঠিকভাবে পণ্য দিচ্ছে কি না, তা সারা দেশে সরেজমিনে যাচাই করবে বাণিজ্য মন্ত্রণালয়।
দেশের সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য দেওয়ার তালিকা রয়েছে। এ তালিকা সংরক্ষিত আছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসকদের (ডিসি) কার্যালয়ে।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, দেশের আট বিভাগে ৩৬ জন উপসচিব সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করবেন। সব উপসচিবই বাণিজ্য মন্ত্রণালয়ের। তাঁদের কার্যক্রম তদারক করবেন একই মন্ত্রণালয়ের সাতজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিব।