বিএনপি একদিকে সরকারের কাছে দলীয় প্রধান খালেদা জিয়ার শাস্তি স্থগিতের জন্য আবেদন করছে, অন্যদিকে ‘এই মুহূর্তেই সরকারের পদত্যাগ’ দাবি করছে। সরকারের কাছে আবেদন এবং পদত্যাগ দাবি কি বিএনপির রাজনৈতিক অবস্থান ও কৌশলের দুর্বলতাই প্রকাশ করে না? এ সংক্রান্ত খবরগুলো আগে দেখে নেওয়া যাক। গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে : ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে তাঁর পরিবার।
আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস আবেদনপত্রটি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। আবেদনে একই সঙ্গে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার বিষয়েও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এই আবেদন জমা দেওয়ার আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, স্বজনেরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে। দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে। বিএনপি নেতারা প্রকাশ্যে বলেন, সরকারের কাছে আবেদন নিবেদন নয়, আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।